Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতেই বের করে নেওয়া হলো বিধ্বস্ত বিমানটি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ০০:১৯ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ০০:২৪

মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিধ্বস্ত বিমানটি বের করে নেওয়া হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিধ্বস্ত যুদ্ধবিমানটি বের করে নেওয়া হয়েছে। হতাহত উদ্ধার শেষে রাতেই বিধ্বস্ত বিমানের অংশ বিশেষ ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর থেকে রাত পর্যন্ত চলে উদ্ধার অভিযান।

সরেজমিনে দেখা যায়, রাত ৯টার দিকে স্কুলের গেট দিয়ে প্রথমে একটি ট্রাকে করে বিধ্বস্ত বিমানের একটি বড় অংশ বের করে আনা হয়। এর পর ময়লা টানার বড় গাড়িতে করে বাকি অংশগুলো বের করে আনা হয়। এগুলো বিমান বাহিনীর ওয়ার্কশপে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

এদিকে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত স্কুল শিক্ষার্থী, পাইলট সহ ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

অংশ বিশেষ বিমান বিধ্বস্ত বের করে নেওয়া হলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর