Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রশ্রয় দেবে না জামায়াত’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ০০:২৭

ঢাকা: ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না তারা। এমনটাই মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাক্ষাৎ শেষে এ কথা বলেন আব্দুল্লাহ তাহের।

ভবিষ্যতে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করবে বলে জানান তিনি। সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা, দেশের নারী অধিকার এবং আগামীর জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান দলটির শীর্ষ এই নেতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. তাহের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর