Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণবিরোধী অভিযানে ৩ জেলায় জরিমানা-কারখানা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ০০:৩৭ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ০০:৪০

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট

ঢাকা: নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, কারখানা বন্ধ এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) পিরোজপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২টি মামলায় সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ৮১০ কেজি নিষিদ্ধ পলিথিন, ২টি ওজন মাপার যন্ত্র, ৩টি পলিথিন উৎপাদন মেশিন এবং ১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গাজীপুর জেলার অভিযানে একটি অবৈধ পলিথিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় কয়েকটি সুপারশপসহ স্থানীয় দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং আইন না ভাঙার বিষয়ে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, পলিথিন দূষণ রোধে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করাও লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই

গাজীপুর দূষণবিরোধী অভিযান নারায়ণগঞ্জ পলিথিন পিরোজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর