ঢাকা: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এবি শামীম (১৪) নামে আরও এক শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫ জনের মৃত্যু হলো।
সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে শামীমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান,
“শামীমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সে আইসিইউতে ভর্তি ছিল।”
শামীম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে একই ঘটনায় পাইলটসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭০ জনের বেশি। আহতদের মধ্যে অনেকেই বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।