Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা ও স্ত্রীকে মারপিট, গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ০৩:১৭

প্রতীকী ছবি

সাতক্ষীরা: জেলার তালায় মা ও স্ত্রীকে মারপিট করার কারণে হাবিবুর মোড়ল নামে এক মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

সোমবার (২১ জুলাই) রাত ১০ টার দিকে তালা উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর মোড়ল (৩০) আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।

নিহতের মা পারুল বেগম জানান, তার ছেলে ভ্যানচালক হাবিবুর নেশা করতেন এবং প্রায়ই মা ও তার স্ত্রীকে মরপিট করতেন।

তার স্ত্রী শান্তা বলেন, ‘নেশার টাকা জোগাতে সে আমাদের মারধর করতো। আজও রাতে আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার টাকা চায়। মা জমি বিক্রি করে টাকা দিতে চাইলেও এক পর্যায়ে মাকে ও আমাকে বেদম মারপিট করতে থাকে। এ সময় এলাকাবাসী আমাদের উদ্ধার করতে এগিয়ে আসে। তখন তাদের গণপিটুনিতে হাবিব মারা যায়।’

বিজ্ঞাপন

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, ‘লাশ হাসপাতালে আছে। এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে রয়েছি। লাশের শরীরে বিভিন্নস্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পিটিয়ে হত্যা মা ও স্ত্রী মারপিট যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর