Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাকসামে ইঞ্জিন বিকল হয়ে ৫ ঘণ্টা থেমে ছিল মহানগর ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ০৯:০৯

ছবি: সংগৃহীত

কুমিল্লা: জেলার লাকসামে রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিন বিকলের কারণে পাঁচ ঘণ্টায়ও গন্তব্য ছেড়ে যায়নি চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন। এতে বিমান যাত্রীসহ ট্রেনের অন্যান্য যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন।

সোমবার (২১ জুলাই) রাত ১১টার দিকে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটির ইঞ্জিল বিকল হয়ে পড়ে।

রেলওয়ে সূত্র ও ট্রেন যাত্রীরা জানান, ওইদিন চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে আসে। পাঁচ মিনিট বিরতি শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ইঞ্জিন বিকলের কারণে সেটি নির্দিষ্ট বিরতি শেষেও গন্তব্যে ছেড়ে যেতে পারেনি।

বিজ্ঞাপন

এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ আরেকটি মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি চালু করলেও কিছু দূর গিয়ে সেই ইঞ্জিনও বিকল হলে দাঁড়িয়ে যায়।

ট্রেন যাত্রী লাকসামের উত্তরদা গ্রামের আলী হোসেন জানান, রাত ৯টায় তারা ঢাকায় পৌঁছানোর কথা কিন্তু এই সময়ে তারা এখনো লাকসাম জংশন অবস্থান করছেন।

প্রবাসী যাত্রী নাঙ্গলকোটের আব্দুর রহিম জানান, রাত ১টায় তার সৌদি আরবের ফ্লাইট কিন্তু ট্রেনের অনিশ্চয়তা দেখে সে সড়ক পথে ঢাকা রওনা দিয়েছেন।

অপরদিকে, রাত সাড়ে ১০টায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, নোয়াখালী থেকে উপকূল ট্রেনের ইঞ্জিন এলেই সেটি দিয়ে মহানগর ট্রেনটি চালানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

ট্রেন যাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর