Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিমান দুর্ঘটনা: হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১১:৫৩ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৩:২৩

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শিক্ষার্থীদের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে আজ বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সোমবার (২১ জুলাই) পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিহতদের রুহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই যুদ্ধ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমান বিধ্বস্ত হওয়ার এই ঘটনায় এখন পর্যন্ত স্কুল শিক্ষার্থী, পাইলট সহ ২৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২৫ জন এই শিশু। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন।

সারাবাংলা/এমএইচ/ইআ

উত্তরায় বিমান দুর্ঘটনা বিশেষ দোয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর