Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় চীন-ফ্রান্সের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১২:১১ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১২:৩৩

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকার চীন ও ফ্রান্সের দূতাবাস।

মঙ্গলবার (২২ জুলাই) পৃথক বার্তায় তাদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার চীনা দূতাবাস এক শোকবার্তায় উল্লেখ করেছে, ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় চীনা দূতাবাস গভীরভাবে শোকাহত।

দূতাবাস নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

এদিকে ঢাকার ফ্রান্স দূতাবাস এক শোকবার্তায় বলেছে, ২১ জুলাই ঢাকায় একটি স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

নিহতদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ফ্রান্স বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

উল্লেখ্য, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭০ জন।

সারাবাংলা/একে/ইআ

উত্তরায় বিমান বিধ্বস্ত চীন-ফ্রান্সের শোক