Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের তথ্য পাঠানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১২:৪২

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

‎সোমবার (২১ জুলাই) মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং পরিচালক কাজী মো. আবু কাইয়ুম সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করেছে মাউশি।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ৭ম সভার সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল সংক্রান্ত প্রচার প্রচারণা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়। সে লক্ষ্যে মাদকদ্রব্য অধিদফতর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি এবং মাদকবিরোধী থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত তথ্য প্রেরণ সংযুক্ত গুগল ডক লিংকে বুধবারের (২৩ জুলাই) মধ্যে পাঠানোর কথা জানানো হয়।

বিজ্ঞাপন

‎সব আঞ্চলিক পরিচালক (সকল), আঞ্চলিক উপ-পরিচালক (কলেজ), আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সারাবাংলা/এনএল/ইআ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর শিক্ষাপ্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর