Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক চুক্তি: আজ জমা দেওয়া হতে পারে বাংলাদেশের খসড়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৪:০৯

ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে আলোচনায় বাংলাদেশের খসড়া অবস্থানপত্র চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২২ জুলাই) এটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) বরাবর পাঠানো হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া চুক্তির খসড়া এবং বাংলাদেশের অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনার জন্য বাংলাদেশের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের বিষয়ে এখনও কোনো তারিখ জানায়নি যুক্তরাষ্ট্র।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যেই তৃতীয় দফা বৈঠকের জন্য সময় চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ই-মেইল পাঠানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। খসড়া অবস্থানপত্র চূড়ান্ত করতে সোমবার (২১ জুলাই) বিকেলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান এর সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বিজ্ঞাপন

সূত্র মতে, খসড়া অবস্থানপত্রে পরিবেশ ও শ্রম অধিকারসহ বিভিন্ন অ-বাণিজ্যিক শর্ত বাস্তবায়নে ৫ থেকে ১০ বছর সময় চাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের বাধা দূরীকরণে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে শুল্ক ছাড় দেওয়াসহ দেশটি থেকে জিটুজি (সরকারি পর্যায়ে) ভিত্তিতে আমদানি বাড়ানো হতে পারে।

সূত্র মতে, খসড়া চুক্তিতে যুক্তরাষ্ট্র যেসব অ-বাণিজ্যিক শর্ত দিয়েছে, সেগুলোতে সম্মতি দেবে না বাংলাদেশ। তবে সরাসরি শর্তগুলো নাকচ করে না দিয়ে এসব শর্ত পূরণের জন্য কোনো কোনো ক্ষেত্রে ৫ বছর এবং কোনো কোনো ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত সময় চাওয়া হবে।

সূত্র মতে, অনুষ্ঠেয় তৃতীয় দফার বৈঠকে যুক্তরাষ্ট্রের দেওয়া চুক্তির খসড়া এবং বাংলাদেশের অবস্থান নিয়ে দুপক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনা হবে। এতে উভয় পক্ষ একমত হলে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। এর আওতায় বাংলাদেশের উপর আরোপিত ৩৫ শতাংশ পারস্পরিক শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমে আসবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ঘোষিত পারস্পরিক শুল্কহার আগামী ১ আগস্ট থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সারাবাংলা/আরএস

বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে আলোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর