Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধ্বস্ত বিমানটি যুদ্ধ বিমান ছিল: আইএসপিআর

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৩:২১ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ২০:২৩

ঢাকা: রাজধানীর উত্তরায় বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। মঙ্গলবার (২২ জুলাই) আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদমাধ্যমে প্রশিক্ষণ বিমান ছিল বলে উল্লেখ করা হয়েছে। আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই, এটি যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান ছিল। বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল।

আইএসপিআর জানিয়েছে, সোমবার (২১) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়ে ছিল।

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষক ও অভিভাবকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অন্তত ২০০ জন।

আরও পড়ুন- নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: ডা. সায়েদুর

সারাবাংলা/ইউজে/ইআ

আইএসপিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর