ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, আমাদের হাতে সময় কম। তাই সময়ের স্বল্পতা বিবেচনা করে দ্রুত সময়ে ঐকমত্যের সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সহায়তার আহ্বান জানাচ্ছি।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার পর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
আলী রিয়াজ বলেন, “উত্তরার বিমান দুর্ঘটনার ঘটনায় অনেক শিশুদের আমরা হারিয়েছি। এই শুকাবহ পরিস্থিতিতে আমাদের এই ঐক্যমত্য কমিশনের বৈঠক চালাতে হচ্ছে। কারণ আমাদের হাতে সময় কম।’
তিনি আরও বলেন, “আপনারাও আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে এই কয়দিন ধরে আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা অনেক কিছু বিষয়ে একমতে আসার চেষ্টা করছি। যেহেতু আমাদের হাতে সময় কম আমরা আহ্বান জানাব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদসহ অন্যান্য বিষয়ের গুলোর সমাধান নিয়ে আমরা এককতে আসব। এ বিষয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।”
বৈঠকের শুরুতে তিনি সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব তৈরির ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন প্রস্তাবও আজ রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হবে।
জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধান নিয়ে পৃথক প্রস্তাব তুলে ধরবে। এতে স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটি গঠন করে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। শোক প্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।