Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় চিকিৎসা সহায়তা প্রদানে বাংলাদেশকে ভারতের চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৪:২৪

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য চিঠি দিয়েছে ভারত।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানে তথ্য চেয়ে মঙ্গলবার (২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে , সোমবার (২১ জুলাই) ভারতের প্রধানমন্ত্রীর বার্তায় মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহায়তা প্রদানের কথা বলেছিলেন।

প্রধানমন্ত্রীর বার্তার অনুযায়ী ভারতীয় হাই কমিশন ভারতীয় হাই কমিশন প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে বলেও হাইকমিশন জানিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/আরএস

চিকিৎসা সহায়তা প্রদান বিমান দুর্ঘটনা ভারতের চিঠি