Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহতদের কবরের জন্য জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৫:২৮ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৫:৪২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

পরবর্তী সময়ে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

আজ দুপুর ২টা পর্যন্ত বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের হালনাগাদ সংখ্যা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। স্কুল চলাকালীন হওয়ায় ভবনটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিল।

সারাবাংলা/জিএস/ইআ

প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর