Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৫:৪০

ঢাকা: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, আগামী ২৪ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

‎মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

‎এ সময় তিনি বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার পরবর্তী তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

‎এর আগে, মঙ্গলবারের পরীক্ষাটিও স্থগিত করা হয়। আগের দিন গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়।

‎এর আগে, আজ মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে ২১ জুলাই রাত ২টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের (২২শে জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

‎প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

এইচএসসি পরীক্ষা স্থগিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর