Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশার চাপায় ২ মাদরাসাছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৬:০৪

নিহত ইয়াসিন ও তামিম

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নে সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের চুকানী বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন তামিম উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। মো. ইয়াসিন- চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুর রশীদ মাঝির বাড়ির মো.ওয়াসিমের ছেলে। সে চরফকিরা মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তামিম নিজ বাড়ির পাশেই তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সকালে ফুফুদের বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদরাসার কাছাকাছি পৌঁছলে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। তাক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

অটোরিকশা কোম্পানীগঞ্জ নোয়াখালী মাদরাসাছাত্র নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর