Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ডিএনএ টেস্ট করে লাশ হস্তান্তর করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৬:২৭ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৬:৫২

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান।

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহটদের যেসব লাশ চিহ্নিত করা যায়নি তাদের ডিএনএ টেস্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্যমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩টায় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সাইদুর রহমান বলেন, এখানে মারা যাওয়া ছয় জনের দেহাবশেষ চিহ্নিত করা যায়নি। তবে নিখোঁজ চার জনের খোঁজে পরিবারের লোকজন এসেছে। তাদের ডিএনএ টেস্ট করে পরিবারের স্বজনদের কাছে পাঠানো হবে।

বিজ্ঞাপন

সংকটাপন্নদের বিদেশে নেওয়া হবে কিনা? এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিঙ্গাপুরের ডাক্তার ও নার্স এসেছে নিরীক্ষা করবে যে নিয়ে যাওয়া লাগবে নাকি লাগবে না। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিদেশি চিকিৎসকরা খোজ খবর নিচ্ছেন। তিনি জানান, সিঙ্গাপুর থেকে একজন ডাক্তার ও দুইজন নার্স এসেছেন।

এ সময় তিনি জানান, এখন পর্যন্ত ২৯ মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন। আহতদের মধ্যে দুইজনকে কেবিনে শিফট করা হয়েছে। ১০ জন শঙ্কামুক্ত। ৩০ জন গুরতর আহত এবং ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের দুইজন শিক্ষক মারা গেছেন।

সারাবাংলা/ইএইচটি/ইআ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর