চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মরদেহ গুম করাসহ আরও বিভিন্ন অভিযোগ করেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টা থেকে প্রায় দুই ঘণ্টা নগরীর ষোলশহরে শিক্ষাবোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
সড়কে অবস্থানকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ফলে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে দেশের সকল শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। এ অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় বসা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু, সরকারের শিক্ষা উপদেষ্টা পরীক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা না করে প্রথমে এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানান। পরে রাত তিনটায় পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়। আমরা জানতে পেরেছি, শিক্ষা সচিবের বিরোধিতার কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে দেরি হয়েছে। আমরা অবিলম্বে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করছি।’
তারা আরও বলেন, ‘মাইলস্টোন কলেজে সরকার নিহতের যে হিসেব দিচ্ছে সেটা অবিশ্বাস্য। সেখানে মরদেহ গুম করা হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং ঘটনার ন্যায়বিচার চাই।’

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘কিছু শিক্ষার্থী বোর্ডের সামনে এসে বিক্ষোভ করেছে। তবে তারা লিখিতভাবে আমাদের কিছু জানায়নি। তাদের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা সম্মত হননি। কিছুক্ষণ অবস্থান করে তারা আবার চলে গেছেন।’
এদিকে নগরীর ষোলশহরে শিক্ষাবোর্ডের সামনে মূল সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। আটকে পড়া যানবাহনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের যাত্রী শেখ জাহিদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ষোলশহরে এসে যানজটে পড়েছি। এক ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় আটকে আছি।’