Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি দ্রুতই বৈছাআ ছেড়ে দেব: হাসান ইনাম

ঢাবি করেসপনডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৬:২৭ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৭:২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম দ্রুতই বৈছাআ (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন) ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি নিজ ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ‘এই দুর্যোগের সময় এমন পোস্ট করার জন্য সরি। আমি দ্রুতই বৈছাআ ছেড়ে দিবো। এখানে আমি কাজ করতে পারছি না।এটা অবশ্যই আমার ব্যর্থতা। আমি কাউকে দোষ দিবো না।’

তিনি আরও লিখেন, ‘আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার অপারগতার জন্য আমাকে ক্ষমা করবেন।’

উল্লেখ্য, এ বছরের ২৫ জুন কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ) সভাপতি, মো. ইনামুল জাসান (হাসান ইনাম) সাধারণ সম্পাদক, মুইনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং সিনথিয়া জাহীন আয়েশা মুখপাত্র নির্বাচিত হন। এ নির্বাচনে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা অংশ গ্রহণ না করায় বহু আলোচনা সমালোচনা দেখা গিয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এমপি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসান ইনাম