Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে হামু দর্জির সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৬:৩৪

খালেদা জিয়ার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জির সাক্ষাৎ

ঢাকা: বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।

সোমবার (২১ জুলাই) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়। মঙ্গলবার (২২ জুলাই) বিএনপির অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানা যায়।

দলীয় সূত্রমতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জির এ সাক্ষাৎ ছিল স্রেফ সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাতের সময় হামু দর্জি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও কুশলাদী জিজ্ঞেস করেন। খালেদা জিয়াও হামু দর্জির কুশলাদী জিজ্ঞেস করেন এবং তার দেশের জনগণের জন্য শুভকামনা জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

খালেদা জিয়া বিএনপি ভুটানের রাষ্ট্রদূত হামু দর্জি