Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

ঢাবি করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৬:৩৪

সিদ্দিক জোবায়ের।

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন বিষয়ক কমিটি সদস্য সচিব মাহফুজ আলম। ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি নিজ ফেসবুক আইডিতে লিখেন, “মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।”

এর আগে, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/ইআ 

শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর