ঢাকা: পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা তুঙ্গে থাকায় অংশগ্রহণ আগের তুলনায় বাড়ছে। দেশি-বিদেশী পোর্টফলিওতে লেনদেন বাড়ার কারণে সূচকের তীর টানা ছয় কার্যদিবস ধরে উর্ধমুখী। এই ছয়দিনে প্রধান শেয়ারবাজারে সূচক বাড়ল ২১০ পয়েন্ট। এর মধ্যে একদিন সার্বিক লেনদেন হাজার কোটি ছাড়িয়েছিল। যা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সকালে সূচকের ইতিবাচক প্রবণতার পর মঙ্গলবার (২২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭১ পয়েন্টে। যা সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট, বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৬ কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ২১০ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসই-তে ৭২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৬০ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩৮ কোটি ৪১ লাখ টাকার বা ১৬ শতাংশ।
ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩টি বা ৪৪.০২ শতাংশের। আর দর কমেছে ১৫১টি বা ৩৮.৪২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৯টি বা ১৭.৫৬ শতাংশের।
অপরদিকে সিএসই-তে মঙ্গলবার ৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১০টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৫৫ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ১১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়েছিল।