Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকিতে মুরগি বিক্রি, পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৭:১৮

প্রতীকী ছবি

যশোর: যশোরে বাকিতে বিক্রি করা মুরগির পাওনা টাকা চাওয়ায় আবু বক্কার (৫৩) নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কার ফরিদপুর গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বাবু গাজী জানান, আবু বক্কার কিছুদিন আগে নির্মল কুমার নামের এক ব্যক্তির কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। দুপুরে টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে অভিযুক্ত নির্মল কুমার ও তার স্ত্রী পলাতক রয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিষয় একটি হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসআর

পিটিয়ে হত্যা বাকিতে বিক্রি যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর