Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা ঘোষণা জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৭:১৯

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।’ একইসঙ্গে তিনি দেশের সব চিকিৎসকদের আহতদের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আল্লাহতায়ালা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।’

বিজ্ঞাপন

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এ পর্যন্ত বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন, যাদের মধ্যে অনেকে বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে, যখন বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফটি-৭ বিজিআই মডেল) দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটিতে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহত হন। উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আইএসপিআর।

সারাবাংলা/এফএন/এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর