Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৭:৩৮

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক

কুমিল্লা: কুমিল্লা নগরীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে অস্ত্র ব্যবসায়ী হায়দার ও পেনু মির্জাকে ৪টি শর্টগানসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে নগরীর দুটি ভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. আবু হায়দার (৪০) এবং নগরীর নূরপুর এলাকার মজিবর রহমান (৩৮)। মজিবরের ছদ্মনাম নাম পেনু মির্জা।

অভিযানকালে তাদের কাছ থেকে চারটি শর্টগান, একটি বিদেশি চাকু, একটি ছেনি, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি বাটন ফোন, একটি পাসপোর্ট, একটি এলজির কার্তুজ উদ্ধার করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘যৌথবাহিনী আসামিদের থানায় হস্তান্তর করার পর আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অভিযান কুমিল্লা যৌথ বাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর