Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৭:৪১

প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলে মো. মোবারক হোসেন সাগরকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেছেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত মো. মোবারক হোসেন সাগর মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসেম জানান, অভিযুক্ত সাগর দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত ছিল। মাদকাসক্ত ছেলে সাগর তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। ২০২২ সালের ২৪ আক্টোবর মা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে প্লাস্টিকের দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে হত্যা করে সাগর।

বিজ্ঞাপন

হত্যার ঘটনায় নিহতের ভাই ইউনুস মিয়া ভাগিনা সাগরকে আসামি করে মামলা করেন।

সারাবাংলা/এসআর

নেত্রকোনা যাবজ্জীবন হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর