ঢাকা: অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়ায় আটকে আছে সরকারের রাজস্ব আদায়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এর হিসাব অনুযায়ী, সর্বশেষ গত জুন শেষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর তিনটি অনুবিভাগে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১১৭টি। আর এসব অডিট আপত্তির সঙ্গে আর্থিক সংশ্লেষণের পরিমাণ হচ্ছে প্রায় ১২ হাজার ৭৬২ কোটি টাকা।
আইআরডি সূত্রে জানা যায়, এনবিআর এর তিনটি অনুবিভাগের মধ্যে আর্থিক সংশ্লেষণের দিক থেকে আয়কর অনুবিভাগে আটকে থাকা রাজস্বের পরিমাণ সবচেয়ে বেশি। গত জুন শেষে এ বিভাগে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১৩টি। আর এর বিপরীতে আটকে থাকা অর্থের পরিমাণ হচ্ছে ১১ হাজার ৪১৮ কোটি ৩১ লাখ টাকা।
আর্থিক সংশ্লেষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাস্টমস অনুবিভাগ। এ বিভাগে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা হচ্ছে ১ হাজার ১২৮টি। এর বিপরীতে আটকে থাকা রাজস্বের পরিমাণ হচ্ছে ১ হাজার ১৫০ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকা।
এনবিআর এর তিন অনুবিভাগের মধ্যে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা সবচেয়ে বেশি মূসক অনুবিভাগে। এ বিভাগে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা হচ্ছে ৪ হাজার ৬৭৬টি। এর বিপরীতে আটকে থাকা রাজস্বের পরিমাণ হচ্ছে ১৯২ কোটি ৬৬ লাখ টাকা।
আইআরডি সূত্রে জানা যায়, এছাড়া জাতীয় সঞ্চয় অধিদফতর-এ ৩২টি অনিষ্পন্ন অডিট আপত্তির বিপরীতে ৩৭৬ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার টাকা এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ৩টি অনিষ্পন্ন অডিট আপত্তির বিপরীতে ৭৫ লাখ ২৯ হাজার টাকা আটকে আছে।