Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেসকোর সাবেক নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৮:৪৭

পঞ্চগড়: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলার প্রেক্ষিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ. দা.) মো. আজমির শরীফ মারজী।

এর আগে, গত বছরের ৮ ফেব্রুয়ারি আহসানুল কবীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা মো. ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত।

বিজ্ঞাপন

আদালতের নির্দেশ অনুযায়ী, অনুমতি ছাড়া আহসানুল কবীরের যেকোনো সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা দায়যুক্ত করা আইনত নিষিদ্ধ এবং তা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ইতোমধ্যে তার কিছু সম্পত্তিতে ক্রোকের নোটিশ ঝুলানো হয়েছে। এসব সম্পত্তির মধ্যে রয়েছে, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর মৌজায়, জে.এল নং-৩৬, এস.এ খতিয়ান নম্বর-৮২২, দাগ নম্বর-১৪৯৮, জমির পরিমাণ মোট ০৫ শতক (০২ শতক ও ০৩ শতক পৃথকভাবে) ও ঢাকা রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সুরমা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ. দা.) আজমির শরীফ মারজী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুদক ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. ইমরান হোসেন ইতোমধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন। বর্তমানে তা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।’

সারাবাংলা/এইচআই

আহসানুল কবীর নেসকো পঞ্চগড় সম্পত্তি ক্রোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর