নোয়াখালী: অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার সমালোচনা করে নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় প্রধান মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারি বলেছেন, “মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা এসেছে, কিছু দাবিও ছিল যৌক্তিক। কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত লাশের সংখ্যা সঠিকভাবে জানা যায়নি। আজ প্রেস ব্রিফিং আজকে প্রেস ব্রিফিংয়ে তারা বলেছে অতি দ্রুত প্রকাশ করবে, এটা যেমন আশার দিক। কিন্তু সরকারের পক্ষ থেকে শুরুতে যে নীরবতা ছিল, তাতে জাতি একপ্রকার অন্ধকারেই ছিল।”
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধিকে আমরা ঘটনাস্থলে কিংবা গণমাধ্যমে শুরুতে দেখিনি। এতে জাতি উদ্বিগ্ন ছিল। আজকের ব্রিফিং কিছুটা আশার বার্তা দিলেও সরকারের এ নীরবতা প্রশ্নবিদ্ধ।”
নোয়াখালীর উন্নয়ন প্রসঙ্গে নাছির উদ্দিন বলেন, “বিগত সরকারে একজন দলের গুরুত্বপূর্ণ নেতা এই জেলার হলেও তেমন কোনো উন্নয়ন হয়নি। ভবিষ্যতে নাগরিক পার্টি সরকার গঠন করলে উন্নয়নের প্রথম ইট রাখা হবে নোয়াখালীতেই।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নাগরিক পার্টির দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালীতে পদযাত্রা হওয়ার কথা ছিল। তবে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় অনুষ্ঠান স্থগিত করে বাদ আসর কেন্দ্রীয় মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।