Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-সন্তানসহ দিলীপ-দোলনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৯:৪৫

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এনামুল হক খান দোলন ও তাদের স্ত্রী-সন্তানদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রেজাউল করিম।

অন্যরা হলেন- দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালা, ছেলে ইয়াশ আগরওয়ালা, আচল আগরওয়ালা, এনামুল হক খান দোলনের স্ত্রী শারমীন খান, ছেলে আলিফ ইমরান খান ও লভিন খান।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে দিলীপ ও দোলনের বিরুদ্ধে। এ অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। বর্তমানে ভিন্ন মামলায় কারাগারে রয়েছেন দিলীপ। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

গত বছরের ৪ সেপ্টেম্বর দিলীপকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র‍্যাব। গত ১১ এপ্রিল সভাপতি পদ থেকে এনামুল হক খান দোলনকে বহিষ্কার করে বাংলাদেশ জুয়েলারি সমিতি।

সারাবাংলা/আরএম/এসআর

নিষেধাজ্ঞা বিদেশযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর