Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২০:০৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ‘মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জামায়াতে ইসলামী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মুহিবুল্লাহ, জামাল উদ্দিন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, মজলিসে শূরা সদস্য মাহবুবুল আলম, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, হাসনাইন আহমেদ, গাজী মনির হোসেন, আবু বকর সিদ্দিক ও ইসরাইল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ভবনে থাকা বহু শিক্ষার্থী হতাহত হয়।

সারাবাংলা/এফএন/পিটিএম

জামায়াতে ইসলামী দোয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর