Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলো পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির প্রস্তাব বিএসইসি’র

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২০:০৮

সোমবার রেল ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর সঙ্গে বৈঠক করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ খান – (ছবি : সংগৃহীত )

ঢাকা: দেশের পুঁজিবাজারকে আরো প্রাণবন্ত ও শক্তিশালী রূপ দিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২১ জুলাই) রেল ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ খান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান মো রেজাউল করিম ও বিএসইসি কমিশনার মুঃ মোহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানায়, পুঁজিবাজারে ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তির লক্ষ্যে প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনার মধ্যে এটি একটি অন্যতম নির্দেশনা। এ ধারাবাহিকতায় বিএসইসি’র প্রচেষ্টা ও উদ্যোগের ফলে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক ও ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির পথকে সুগম করতে করণীয় বিষয়ে আলোচনা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।

সারাবাংলা/একে/আরএস

পুঁজিবাজার বিএসইসি বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর