রাজবাড়ী: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও এইচএসসি-২০২৫ পরিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রেল গেট হয়ে ঘুরে এসে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
মিছিলে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেই। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন তামিম, আতিক ও উম্মে সাদিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ‘সোমবার ঘটে যাওয়া মর্মান্তিক দুঘর্টনা সম্পর্কে আমরা সকলেই অবগত। এই ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়ি। দাবি কেবল পরীক্ষা স্থগিত করার জন্য। শিক্ষা উপদেষ্টা তার বর্তমান ও পূর্বের দায়িত্বের জ্ঞানহীন পরিচয় দেয়।’
তারা আরও বলেন, ‘রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ। মাইলস্টোনের ট্র্যাজেডির ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। দায়িত্বজ্ঞানহীন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের আমরা পদত্যাগ দাবি করছি।‘ এ ছাড়া তারা লাশের সঠিক সংখ্যা প্রকাশ করার দাবি জানান।