Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ৭৫

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২০:২৭ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ২০:৩৫

ঢাকা: শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৭৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালযের সামনে বিক্ষোভ করছিল। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আইনশৃংখলা বাহিনী তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তারা আহত হয়।

বিজ্ঞাপন

তারা আরও জানায়, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক–শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। তাৎক্ষণিকভাবে কোনো মানবিক অবস্থান নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। সে কারণেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবি করা হয়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে ৭৫ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে সামির (১৯) নামে এক শিক্ষার্থীকে ভর্তি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর