Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবীতে সিলেটে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২১:১৩

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবীতে সিলেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

সিলেট: ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সিলেটেও রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তারা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে সিলেট শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে স্লোগান দিতে থাকেন।

এদিন বিকেলে ঢাকায় সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে এই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে সিলেটের ছাত্রসমাজ। সাড়া দেন এইচএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

প্রথমে তারা স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে বিকেল ৪টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। তারা রাস্তায় বসে, দাড়িয়ে ও শুয়ে পড়েও মিছিল চালিয়ে যেতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ওপর বিমান বিধ্বস্তের ঘটনার মারাত্মক প্রভাব পড়েছে। এমন দুর্যোগের মধ্যেও শিক্ষার্থীদের মানসিক অবস্থার গুরুত্ব না দিয়ে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে বিলম্ব করেছে কর্তৃপক্ষ। তারা আরও জানান, রাত তিনটার দিকে এসে পরীক্ষার স্থগিতাদেশের খবর পেয়েছেন তারা, যা আরও বিভ্রান্তি তৈরি করেছে।

সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘ঢাকায় আমাদের ভাই-বোনদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। শিক্ষা উপদেষ্টা আর সচিবের ব্যর্থতার কারণেই আজ আমরা রাজপথে। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী কামরুল বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনা ও কর্তাব্যক্তিদের অবহেলা তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। তাই দায়ীদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের অবস্থান চলছিল।

সারাবাংলা/এইচআই

পদত্যাগ শিক্ষা উপদেষ্টা সড়ক অবরোধ সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর