Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় নদীতে ডুবে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২১:৩০

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়ে ডুবে বাবা ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাহিদুল ইসলাম (৪০) ও তার ছেলে জিহাদ (৯)। জাহিদুল চাঁদপুর ইউনিয়নের রফি মণ্ডলের ছেলে এবং কুষ্টিয়া পল্লি ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে জাহিদুল তার ছেলেকে নিয়ে পাশের মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান। জাগ দেওয়া শেষে ছেলেকে কাঁদে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। এসময় নদীর গর্তে পড়ে জাহিদুল এবং জিহাদ দুই জনেই ডুবে যান। পরে এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়ে প্রথমে জিহাদ এবং পরে একই স্থান থেকে জাহিদুলের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস সারাবাংলাকে বলেন, কালিগঙ্গাতে নদীতে পাট জাগ দিতে গিয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা টিম নিয়ে পৌঁছানোর আগেই এলাকাবাসি লাশ উদ্ধার করেছে।

কুমারখালী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন খান সারাবাংলাকে বলেন, পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।

সারাবাংলা/এসএস

ডুবে নদী বাবা-ছেলে মর্মান্তিক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর