Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু উপদেষ্টা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২১:৪৩

এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছন, সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে সরকারের কিছু উপদেষ্টা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যে ধরনের মানবিক ও সমন্বিত পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আশা করা হয়েছিল, তা আমরা দেখতে পাইনি।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গতকালের ভয়াবহ দুর্ঘটনার পর থেকে সরকার যদি আরও দায়িত্বশীল হতো, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না।’ তিনি বিমান দুর্ঘটনায় হতাহতের বিষয়ে বিভ্রান্তি দূর করতে সঠিক তথ্য দ্রুত প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, ‘তথ্য গোপনের কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।’

বিজ্ঞাপন

সমন্বয়ের অভাবের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘২১ জুলাই বিকেল ৩টায় জানতে হচ্ছে যে এসএসসি পরীক্ষা স্থগিত। অথচ শিক্ষা উপদেষ্টাকে ফোনে পাওয়া যাচ্ছে না। এটি রাষ্ট্রীয় সমন্বয়হীনতার এক করুণ চিত্র।’

ছাত্রদের দাবি এবং সংহতি ইস্যূতে নাহিদ ইসলাম বলেন, ‘মাইলস্টোন শিক্ষার্থীরা যে ৬ দফা দাবি তুলেছে, আমরা সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। রাষ্ট্রের পক্ষ থেকে এ দাবিগুলোর প্রতি আন্তরিক দৃষ্টি দেওয়া প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘এই মুহূর্তে কেবল রাজনৈতিক নয়, মানবিক বোধ থেকেই দায়িত্বশীলতার প্রয়োজন ছিল। দুর্যোগের সময় জনগণ সরকারকে পাশে পেতে চায়, বিভ্রান্তি ও অব্যবস্থা নয়।’

মাইলস্টোনের শিক্ষক-শিক্ষার্থীদের মরদেহ গুমের অভিযোগ বিষয়ে তিনি আরও বলেন, ‘গতকাল রাতে থেকেই মরদেহ গুমের একটি অভিযোগ ওঠে। এক্ষেত্রে সরকার স্কুল কর্তৃপক্ষের সহায়তায় ওই সময় কতজন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে, কত জন নিখোঁজ রয়েছেন এসব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে পারতেন। পাশাপাশি সময় ব্যবধানে তথ্য আপডেটের মাধ্যমে সঠিক তথ্য সবাইকে জানাতে পারতো।’

এনসিপির আহ্বায়ক পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, ‘এক্ষেত্রে সত্য তথ্য সবাইকে জানাতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা দরকার। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ ও স্কুল কর্তৃপক্ষের সদস্য রাখারও পরামর্শ দেন তিনি।’

সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন ও কেন্দ্রীয় নেতা তাসনিম জারাসহ অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি নাহিদ ইসলাম বিমান বিধ্বস্ত মাইলস্টোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর