রাজবাড়ী: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ী জেলা শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, যুবদলের সদস্য সচিব ইঞ্জি. আমিনুর রহমান ঝন্টু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমুখ বক্তব্য দেন।
এসময় জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ী প্রেস ক্লাবের জামে মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস।