ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ।
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড এলাকার সর্বস্তরের জনগণ সংবাদ সম্মেলনসহ বিক্ষোভ মিছিল করে।
এ সময় মিছিলটিতে জোড়পুল-ধোলাইখাল-নারিন্দা-দক্ষিণ মৈশুন্ডী এলাকার লোকজন অংশ নেন। কর্মসূচিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি’র সভাপতি আ. রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক মো. হানিফ, সৈয়দ মানোয়ার আলী মানু, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী ফরহাদ হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক হাজী মো. রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী লিয়াকত আলী বলেন, ‘আমি বিএনপির মনোনীত ৩ বারের নির্বাচিত কাউন্সিলর হয়েছি। বিএনপি করায় দীর্ঘদিন হামলা মামলার শিকার হয়েছি। ছাত্র আন্দোলনের পরে শেখ হাসিনার সরকার পতনের পর একটি মহল ফায়দা লুটার চেষ্টা করছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্র মহল ষড়যন্ত্র করে একটি ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে সুনির্দিষ্ট যাচাই বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর, ভুয়া খবরভিত্তিক প্রবন্ধ আকারে প্রকাশ করে। যা আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্নর শিকার হয়েছি।’
এর আগে, সোমবার বিকেলে ৪১ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।