Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাইলস্টোনে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে জামায়াত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২২:৪৮ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০০:৫৯

পাবনা: ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত প্রাণঘাতী ঘটনার নিহতদের স্মরণ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “২৭ জন নিহত হয়েছে বলে শুনেছি, তবে আমি বিশ্বাস করি সংখ্যাটা আরও বেশি। নিহতদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন। তাদের পরিবার এবং আহতদের পাশে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে। অর্থ, রক্ত যেটাই প্রয়োজন হোক, আমাদের সহকর্মীরা পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।”

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকায় জাতীয় সমাবেশে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যেখানে দুর্নীতি, সেখানেই আমাদের প্রতিবাদ। যতদিন দেশের মানুষ মুক্ত না হবে, ততদিন লড়াই চলবে। অতীত বা বর্তমান—জালিম যতই শক্তিশালী হোক না কেন, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে। আমরা কোনো জালিমের ভয় করি না।”

ডা. শফিকুর রহমান বলেন, “আল-কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের নির্দেশিত পথ অনুসরণ করেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। দুর্নীতিবাজদের জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে, তাদের অস্তিত্বও আর থাকবে না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত তো? এই লড়াই চলতেই থাকবে। আমি মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। দোয়া করবেন, আমি যেন শাহাদাতের মৃত্যু লাভ করি। এবং জাতির কল্যাণ চিন্তা করার তৌফিক পাই।”

স্মরণসভায় বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, “ঢাকায় যাওয়ার পথে আমাদের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম আমাদের কাছে এক অদেখা কলম রেখে গেছেন। জামায়াত তার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে।”

শেষে তিনি আগামী নির্বাচনে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের পক্ষে সকলকে পাশে থাকার আহ্বান জানান।

এর আগে তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের কবর জিয়ারত করে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদী স্টেডিয়ামে অবতরণ করেন এবং চর মিরকামারীর কবরস্থানে আরও একটি কবর জিয়ারত করেন। এরপর মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মাইলস্টোনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক নেতা মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

সারাবাংলা/এসএস

জামায়াত আমির নিহত মাইলস্টোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর