Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কিছুই বললেন না মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২২:৫৮

বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। কিন্তু, বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় মিডিয়াকে কিছুই বলেননি মির্জা ফখরুল।

বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, ‘যা বলার সরকারের তরফ থেকে বলা হবে। আমাদের বলার কিছু নাই।’

শুধু বিএনপি নয়, বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমানও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

কিছুই বললেন না টপ নিউজ প্রধান উপদেষ্টা বৈঠক মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর