Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াতের এমপি-মন্ত্রীরা সরকারি প্লট-গাড়ি ব্যবহার করবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২৩:১০

রংপুর: আগামী নির্বাচনে যারা জামায়াতের এমপি-মন্ত্রী হবে তারা সরকারি প্লট গ্রহণ করবে না এবং বিনা ট্যাক্সের পরিবহনও ব্যবহার করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

১৯ জুলাই জামায়াতের ঢাকার মহাসমাবেশে মারা যাওয়া রংপুর মহানগর জামায়াতের রোকন শাহ আলম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় মমিনপুর স্কুল মাঠে বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াত আমির বলেন, আগামীতে ভিক্ষুক, চোর আর চাঁদাবাজের মানসিকতা নিয়ে নয়, রাজপুত্রের মানসিকতা রাজনীতিতে আসতে হবে। যারা চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে পদার্পণ করবেন তাদের জন্য ভিক্ষাবৃত্তি ভালো।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর দেশে অনেককে শাসন করতে দেখেছি। কিন্তু জনগণের কাঙ্ক্ষিত প্রতিফলন ঘটেনি। এবার দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জামায়াত। অপরাধের সমস্ত কালো পর্দা উচ্ছেদ করে দেশের সর্বত্র শান্তির সুবাতাস ফিরিয়ে আনতে সেবক হয়ে কাজ করে যাবে তার দল।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক ব্যক্তি মারা গেছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল ঢাকার উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেছেন। সঙ্গে আমাদের ধারণা, শতাধিক লোক মারা গেছেন। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা। মায়ের বুকের খাঁচা থেকে ওরা চলে গেছে। আমরা দোয়া করি, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। তাদের মা-বাবার বুকে আল্লাহ প্রশান্তি দান করুন। এই শোককে সহ্য তৌফিক দান করুক। আর যারা এখনও বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদের শিফা দান করুন।

শফিকুর রহমান বলেন, আমরা সংগঠন হিসেবে কাল থেকে তাদের পাশে আছি। আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন। ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভেতরে আমরা আশা করেছি, যার যেখানে যেটা লাগবে, অর্থ লাগে অর্থ, রক্ত লাগে রক্ত, শ্রম লাগে শ্রম—যেটা যেখানে লাগে, ইনশা আল্লাহ, আমাদের সহকর্মীরা প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সারাবাংলা/এসএস

আমির এমপি জামায়াত মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর