Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির পদযাত্রা
সিলেটে ব্যাপক প্রস্তুতি, ২০ হাজার জমায়েতের প্রত্যাশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২৩:১৪

সিলেটে এনসিপির মতবিনিময় সভা।

সিলেট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সফল করতে সিলেটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা সফল করতে ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে জেলা ও মহানগর এনসিপির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ২৫ জুলাইয়ের পদযাত্রা কর্মসূচিকে সামনে রেখে।

ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, ‘মানুষ যেভাবে জুলাই বিপ্লবের নায়কদের হৃদয়ে স্থান দিয়েছে, তাতে এই পদযাত্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের জমায়েত হতে পারে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা দেশে মত-প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। কক্সবাজারের ঘটনার পুনরাবৃত্তি সিলেটে হবে না। এনসিপি সব ফ্যাসিবাদবিরোধী শক্তির সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখতে চায়।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর এনসিপির মুখ্য সমন্বয়কারী খায়রুল ইসলাম চৌধুরী এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা এনসিপির মুখ্য সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

নেতারা জানান, ২৫ জুলাই বিকেল ৫টায় চৌহাট্টাস্থ শহিদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে আবার শহিদ মিনারে শেষ হবে। পথিমধ্যে আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার অতিক্রম করবে পদযাত্রা।

পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সভায় আরও জানানো হয়, পদযাত্রাকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, ‘পুরনো রাজনৈতিক ধারা ভেঙে আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাই। জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই নতুন বার্তা নিয়ে। ইতোমধ্যে দেশব্যাপী ব্যাপক সাড়া পেয়েছি। মিডিয়া আমাদের গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। তাদের শক্তিশালী সমর্থনের ফলেই ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারকে সরাতে সক্ষম হয়েছি।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, আরিফ আহমদ, আবু সাইদ, মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাকিম আহমদ মোস্তাক, অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, এনসিপি নেতা আব্দুল ওয়াদুদ শিপন, আতাউর রহমান আতা, নুরুল ইসলাম, কিবরিয়া সারোয়ার ও আদনান তাইবসহ অনেকে।

সারাবাংলা/এইচআই

এনসিপি জুলাই পদযাত্রা সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর