পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জিতেছে বাংলাদেশ। ৮ রানের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছেন লিটন দাসরা। এই জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মিরপুরে আজ ১৩৩ রান করেছিল বাংলাদেশ। বোলিংয়ে নেমে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়ে ৮ রানের দারুণ এক জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছেন তারা।
বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক বার্তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: নূর আলম এই অভিনন্দনের কথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানে ইতিহাস গড়া সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই অবিস্মরণীয় সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।