Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২৩:২৫

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “এক ব্যক্তির কাছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান—এই তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা একই ব্যক্তির হাতে থাকা কখনোই গণতন্ত্রের জন্য ইতিবাচক হতে পারে না। তাই আমরা চাই, তিনটি ভূমিকায় তিনজন ভিন্ন ব্যক্তি থাকুক। তবে বৃহত্তর স্বার্থে আমরা একমত হয়েছি যে, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে তিনি দলীয় প্রধান থাকবেন না।”

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ১৭তম দিনের সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

তত্ত্বাবধায়ক সরকারে রাজনৈতিক সমাধানের প্রস্তাব প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “বিচার বিভাগ-নির্ভর পুরোনো কাঠামো থেকে বেরিয়ে এসে আমরা রাজনৈতিক আলোচনার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটি গ্রহণযোগ্য ফর্মুলার পক্ষে। প্রস্তাবিত কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি থাকবেন। তাঁরা ভোটিংয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে মনোনয়ন দেবেন।”

এ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতৈক্য এবং অংশগ্রহণ নিশ্চিত করেই একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন সম্ভব।

এনসিসি থেকে সরে আসায় উদ্বেগ প্রকাশ করে আখতার বলেন, “সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য আগে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের ধারণা থেকে এখন সরে আসা হয়েছে। এর পরিবর্তে আলাদা আলাদা কমিটি বা বডির কথা বলা হচ্ছে, যেখানে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে বাদ দেওয়া হয়েছে—এটা আমাদের জন্য উদ্বেগজনক।”

তিনি প্রশ্ন তোলেন, “একটি স্বাধীন ও সমন্বিত নিয়োগ কাঠামো থেকে কেন পেছনে হাঁটা হচ্ছে? আমরা কি আবার রাজনৈতিক নিয়োগের পুরোনো ধারায় ফিরে যাচ্ছি?”

আখতার আরও বলেন, “আমরা মনে করি, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাবমুক্ত, স্বাধীন ও কার্যকর নিয়োগপদ্ধতি নিশ্চিত করতে হবে এবং তা অবশ্যই সংবিধানের আওতায় পরিচালিত হতে হবে। সংবিধানের বাইরে গিয়ে কোনো নিয়োগ কাঠামো টেকসই হতে পারে না।”

সারাবাংলা/এফএন/এসএস

আখতার গণতন্ত্র হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর