Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনার দগ্ধদের জন্য জরুরি ওষুধ সহায়তা দিল বেক্সিমকো ফার্মা

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৩ জুলাই ২০২৫ ০০:০১

বেক্সিমকো লিমিটেড

ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে আহত ও দগ্ধদের চিকিৎসায় জরুরি ওষুধ সহায়তা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মঙ্গলবার (২২ জুলাই) বেক্সিকো ফার্মার প্রতিনিধিরা বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য এই ওষুধ সহায়তা পৌঁছে দেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় বেক্সিমকো ফার্মা আহতদের চিকিৎসায় সহায়তার জন্য ৫ হাজার ৫০০ প্যাকেট ব্যাক্ট্রোব্যাক্স (মিউপিরোসিন) অয়েন্টমেন্ট এবং ১৫ হাজার ৫০০ প্যাকেট বার্নসিল অয়েন্টমেন্ট দিয়েছে।

রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে দগ্ধদের চিকিৎসায় অতি প্রয়োজনীয় এই ওষুধগুলো পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ওষুধ দগ্ধ ক্ষতস্থানে সংক্রমণ রোধ এবং দ্রুত আরোগ্য সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আহতদের চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়াকে দ্রুততর করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বাস্থ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো ফার্মা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থেকে সম্ভাব্য সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য সবসময় সচেষ্ট রয়েছে।

জাতীয় দুর্যোগের মুহূর্তে বেক্সিমকো ফার্মা সবসময় দেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং প্রয়োজনে আরও সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন আহত হয়ে চিকিৎসা নেওয়ার তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

বিমান দুর্ঘটনা বেক্সিমকো ফার্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর