Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্রাজেডি: তারেক পরিবারের পক্ষ থেকে দোয়া-মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ০০:০৬ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০০:০৯

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিলে দলটির নেতারা।

ঢাকা: মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে দোয়া-মাহফিল করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া- মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী। দোয়া-মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির খান।

বিজ্ঞাপন

এদিকে রাজধানী ঢাকার ভাষানটেক এতিমখানা, মিরপুরের বাউনিয়াবাদ মহিলা মাদরাসা এতিমখানা, নারায়ণগঞ্জে সোনারগাঁও এতিমখানা, বগুড়ার গাবতলী উপজেলাতে পদ্মপাড়ায় মসজিদে আর রহমান, লাঠিগঞ্জ অন্ধ মাদরাসা ও এতিমখানা এবং পদ্মপাড়া কারিগরি এতিমখানাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া-মাহফিল আয়োজন করে স্থানীয় বিএনপি।

সারাবাংলা/এজেড/এইচআই

তারেক রহমান বিনএনপি বিমান বিধ্বস্ত মাইলস্টোন ট্রাজেডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর