Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্রাজেডি
খুলনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ০০:০৫

খুলনা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় খুলনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি।

মঙ্গলবার (২২ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ সময় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা । এ সময় বিএনপি নেতারা বলেন, “এ দুর্ঘটনায় পুরো জাতি শোকাহত। আমরা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

দোয়া মাহফিলে মহানগর ও জেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

দোয়া বিএনপি মাহফিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর