Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি
বোনের পর ভাইও চলে গেল না ফেরার দেশে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ০১:৫৫ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৪:০০

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বড় বোন নাজিয়া তাবাসসুম নিঝুমের মৃত্যুর একদিন পরই মারা গেল ছোট ভাই আরিয়া নাশরাফ নাফি।

তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নয় বছর বয়সী নাফি মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

বিজ্ঞাপন

এর একদিন আগেই, সোমবার রাতে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাজিয়া তাবাসসুম নিঝুমের (১৩)। ভোলা জেলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামের সন্তান নাফি ও নিঝুম বর্তমানে বসবাস করছিল রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায়। তাদের বাবা আশরাফুল ইসলাম নীরব।

উত্তরার এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। আর সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩১ জন বলে জানিয়েছে আইএসপিআর।

সারাবাংলা/এসএসআর/এসএস

চিরনিদ্রায় দুর্ঘটনা বিমান মৃত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর