উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে আচ্ছন্ন পুরো বাংলাদেশ। এই শোক বুকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। সিরিজ জয় নিশ্চিত করার পর জাকের আলি বলছেন, হৃদয়ে কষ্ট চাপা দিয়েই মিরপুরে খেলতে নেমেছিলেন তারা।
মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় শোক দিবসের দিনেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে মাঠে নেমেছিল বাংলাদেশ। খেলা শুরুর আগে নিহতদের স্মরণে পালন করা হয় নিরবতা। এই ম্যাচে ৮ রানে জিতেছে বাংলাদেশ, নিশ্চিত করেছেন সিরিজ জয়ও।
ম্যাচের শুরু থেকেই মলিন মুখে মাঠে ছিলেন দুই দলের ক্রিকেটাররা। ম্যাচ জেতার পর জাকের জানিয়েছেন, এই শোক বুকে নিয়েই খেলতে হয়েছে তাদের, ‘জিনিসটা কঠিন ছিল। গতকাল বুক ভারী হয়েই কাটাতে হয়েছে। আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা কারোই কাম্য নয়। সবার জন্যই দোয়া করছি। ওই সময়েই দোয়া করেছি। যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আর যারা বেঁচে আছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’
জাকের জানালেন, পেশাদার ক্রিকেটার হওয়াতেই মাঠে নামতে হয়েছে তাদের, ‘আসলে দল হিসেবে মাঠে নামাটা কঠিন ছিল। সবারই মন খারাপ ছিল। কিন্তু যেটা আপনি বললেন, আমরা পেশাদার, তাই মাঠে নামতে হবে। তাই সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’